স্বাস্থ্য অধিদপ্তর এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত)- ২৮/০৪
২২৬ পদে স্বাস্থ্য অধিদপ্তর এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত)- ২৮/০৪
সাম্প্রতিক পোস্টঃ
৩২৯ পদে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (dphe) এ নিয়োগ বিজ্ঞপ্তি- ২৭/০৪
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি
১৫৩ পদে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
জেনারেল, মেট্রোপলিটন সার্কেল ঢাকা এর অধীনে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি- ২৫/০৪ April 23, 2022
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
তিতাস গ্যা স ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (tgtdcl) এ ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি-
সাপ্তাহিক চাকরির ডাক ১৫ এপ্রিল ২০২২
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ম
মহিলা বিষয়ক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ ২০২২
রাজশাহী সিটি কর্পোরেশনে চাকরি ২০২২
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ ২০২২
বাংলাদেশ নৌ-বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Deadline: 28 Apr 2022
- কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ্ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের নিয়োগ বিজ্ঞপ্তি


Apply: http://ldamc.teletalk.com.bd/
Institution: Recruitment Circular under Department of Health (Revised) Position: 1. Computer Operator-01 2. Office Assistant.-01 3. Compounder-09 4. Accounting Assistant-01 5. Inspector-214 Grade: Category: Temporary Educational Qualification: SSC / HSC / Bachelor / Computer Operating Skills. DUMS / DMAS / DHMS and internship Bangladesh Unani and Ayurvedic
Salary: 6250 to 22490. Number of posts: 228 Age: 18 to 30 years. Application start: 08 April 2022 English. Application deadline: 26 April 2022 English. Application fee: 500 TK. Means of application: Online.
নিয়োগ বিজ্ঞপ্তি www.probd.com স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী HPNSP ( 2019-2023) এর আওতায় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) শীর্ষক অপারেশন প্লানের অর্ন্তভূক্ত নিম্নবর্ণিত শূণ্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদের জন্য (জুন-২০২৩) নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তানুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যাতা ও অভিজ্ঞতা বেতনক্রম গ্রেড (জাতীয় বেতন অনুযায়ী মোট () ১৮-৩০ ৩. আয়ুর্বেদিক-ও হোমিও-৩) কম্পিউটার অপারেটর ডিইউএমএস) ডিএএমএস / ডিএইচএমএস এবং ইন্টারশীপ এবং বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে রেজিষ্ট্রেশন প্রা বৎসর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ সহ ০১ (ক) বৎসরে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। এইচ.এস.সি বা সমমান পাশ সহ ৬ (ছয়) মাসের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষন প্র এইচ.এস.সি বা সমমান। পাশ সহ হিসাব শাখায় ০৩ (তিন) অফিস সহকারী হিসাব সহকারী - বৎসরের বাস্তব অভিজ্ঞতা। 5.সি বা সমমान ২১ (দুইশত চৌদ্দটি) আবেদনের শর্ত ও নিয়মাবলী: ১ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। প্রার্থীকে http://ldamc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Online Application Form এর মাধ্যমে আগামী ২৮/০৪/২০১২ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোন আবেদন পর গ্রহন করা হবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ প্রতি আবেদনে ৫০০.০০ টাকা (অবেদাত যোগ্য) টেলিটক এর মাধ্যমে নির্দেশিত পদ্ধতিতে আবেদনপত্র দাখিল করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অন্যায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। একজন প্রার্থী শুধুমাত্র ০১ (এক) টি পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের তদবির অথবা আর্থিক লেনদেনের অপচেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dghs.gov.bd) মাধ্যমে এবং প্রার্থীর মোবাইল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় প্রদানের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে এবং সরকারি পেয়োটেড ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১ (এক) কপি করে জমা দিতে হবে। ক) ডাউনলোডকৃত Application Copy খ) শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল/সাময়িক সনদ পত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি। গ) সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের নাগরিকত্বের ক্ষেত্রে যথাক্রমে কাউন্সিলর/ মেয়র/ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের প। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী: অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলী: ক. প্রার্থীগণ http://damc.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদন পত্র পূরণ করবেন। আবেদনের সময় সীমা ি (i) Online - আনোদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 06/08/2012 সকাল ১০.০০ টা। (ii) Online-এ আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ২৮/০৪/২০২২ বিকাল ০৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য-প্রস্থ-৩০ pixel (দৈর্ঘ্য ৩০০ x ৮) pixel করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online -এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online - পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক পিজমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান : Online -এ আবেদনপত্র (Application Form) ভাবে পূরণ করে। Submit করলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী যে কোনো teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) SMS করে ২নং কলামের ১নং থেকে ১৮ নং পদের জন্য ৫০০/- (পাঁচশত টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষ ভাবে উল্লেখ্য এই যে, "Online-এ আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"। প্রথম SMS LD AMC <space> Liser ID for Send করবে 16222 নম্বরে। Example: LDAMC ABCDEF Reply: Applicant's Name, Tk.500 will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type LDAMC Space>Yes<Space>PIN and send to 16222 SMS LACspace> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 Example: LDAMC YES XXXXXXXX Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for LD AMC Application for XXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXX). ১. প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://ldamc.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীও প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ পত্র প্রার্থী Download পূর্বক Print করে নিবেন। প্রার্থী বাই প্রবেশ পত্রটি লিখিত ও (ন) পরীক্ষায় অংশ গ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন । জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। i. User ID না LDAMC <space>Help<space> User <space>User ID & Send to 16222. Example: EDAMC HELP USER ABCDEF & Send to 16222. if PIN Number জানা থাকলে LDAMC <space>Help<space>PIN<space> PIN No & Send to 16222. Example: LDAMC HELP PIN 12345678 & Send to 16222. vor. Online আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা Vas.query@teletalk.com.bd মেইলে যোগাযোগ করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ শাখা 8 এর 28.08.20১৭ খ্রিঃ তারিখের 09.108-018 270১১৩৪,২০১৭ ২৭৬ স্মারকটি প্রযোজ্য হবে। উল্লেখ্য, প্রকল্প মেয়াদ শেষে এ নিয়োগপত্রই চাকুরীর অব্যাহতি পত্র হিসেবেগাপা হবে। শুধুমাত্র বৈধ প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। এ জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে। ১৩। চাকুরীরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময়ে স্ব-স্ব কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্যগত পরীক্ষায় উপযুক্ত হতে হবে। কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধিসহ এনিয়োগ প্রক্রিয়াকুণিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। লেপ্টে 10218/12 (ডাঃ মোঃ আবু জাহের) লাইন ডাইরেক্টর অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) দী, ঢাকা। ও সভাপতি ১১-২০ তম গ্রেডে জনবল নিয়োগ কমিটি।
Comments
Post a Comment