৩২৯ পদে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (dphe) এ নিয়োগ বিজ্ঞপ্তি- ২৭/০৪
৩২৯ পদে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (dphe) এ নিয়োগ বিজ্ঞপ্তি- ২৭/০৪
প্রতিষ্ঠানঃ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(dphe)
পদঃ 1. নিরাপত্তা প্রহরী।
2.অফিস সহায়ক।
3. মেকানিক।
4.ক্লার্ক কাম টাইপিস্ট।
গ্রেডঃ ১৬-১৭-২০.
ক্যাটাগরিঃ সরকারি চাকরি।
শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি/এইটচএসসি /স্নাতক /কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
বেতনঃ ৮২৫০ থেকে ২২৪৯০.
পদ সংখ্যাঃ ৩২৯ টি।
বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।
আবেদন শুরুঃ ২৮ মার্চ ২০২২ ইংরেজি।
আবেদন শেষঃ ২৭ এপ্রিল ২০২২ ইংরেজি।
আবেদন ফিঃ ৫০/১০০ টাকা ।
আবেদনর মাধ্যমঃ অনলাইন ।
Apply: http://dphe.teletalk.com.bd/
সাম্প্রতিক পোস্টঃ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি
১৫৩ পদে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
জেনারেল, মেট্রোপলিটন সার্কেল ঢাকা এর অধীনে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি- ২৫/০৪ April 23, 2022
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
তিতাস গ্যা স ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (tgtdcl) এ ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি-
সাপ্তাহিক চাকরির ডাক ১৫ এপ্রিল ২০২২
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ম
মহিলা বিষয়ক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ ২০২২
রাজশাহী সিটি কর্পোরেশনে চাকরি ২০২২
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ ২০২২
বাংলাদেশ নৌ-বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Deadline: 27 Apr 2022

স্থানীয় সরকার, পারল আয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব/অস্থায়ী জ খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে। কর পদের নাম भूमा পদের সংখ্যা বেগুন ভে/ডে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন 98 ক্লার্ক-কাম টাইপিস্ট 20/ (গ্রেড-১৬) ১৮ হতে ৩০ (ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, সমমানের পরীক্ষা (4) Word processing. কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, লক্ষীপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, Data Entry Typing পাবনা, গাইবান্ধা, লা এর গতি প্রতি মিনিটে বাংলা ২০ বগুড়া, নড়াইল, ও ইংরেজীতে ২০ শব্দ ঝনাইদহ, মেহেরপুর, গোপালগঞ্জ, হবে। শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা ও ঝালকাঠি। তবে সকল জেলার এতিম/প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন) (ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমানের পরীক্ষা () সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের নরসিংদী, चমালপুর, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, লক্ষীপুর, কক্সবাজার, রাঙ্গামাটি, বাবান, পারি, সুনামগঞ্জ, (ক) অষ্টম শ্রেণি পাস। সির, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি। (তবে সকল জেলার এতিম/প্রতিবন্ধী (ক) অষ্টম শ্রেণি পাস। প্রার্থীগণ আবেদন করতে পারবেন) মেকানিক ১৮ হতে ৩০ ২১৮০০/ (0-5) সহায়ক ১৮ হতে ৩০ টা ৮২৫০ DTE ৮২৫০ ২০০১০/ ১৮ হতে ৩০ নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে: ১। প্রার্থীর বয়সসীমা ০১/০৩/২০২২ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান/ প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর। বয়স প্রমাণের সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। ২। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই সবার কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে ৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dphe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিৰূপ (i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮/০৩/২০২২ খ্রিঃ, সকাল ৯.০০ টা (ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 24/08/2015 খ্রিঃ, বিকাল odooটা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Sumbit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জন্য দিতে পারবেন। খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X গ্রন্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। www.prebd.com Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। ৩. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদন Application Form যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy পাবেন। উক্ত Application Copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID ন দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ পদের জন্য টাকা ১১২/- (একশত বারো) এবং ক্রমিক নং ২-৪ পদের জন্য টাকা ৫/ (জাপান) মাত্র অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পুর করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMS: DPHE-Space>User ID Send করতে হবে 16222 নম্বরে। Example: DPHE ABCDEF & Send to 16222 Reply: Applicants Name. Tk. 112/56 will be charged as application fee. Your PIN To pay fee Type DPHE-Space>Yes-Space-PIN and send to 16222. is 12345678 দ্বিতীয় SMS: DPHE<Space> Yes <Space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে। Example DPHE Yes 12345678 Reply: Congratulations Applicants Name Payment complete successfully for DPHE application for Post User ID is (ABCDEF) and password (--- চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dphe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষ অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। (d) User ID জানা থাকলে DPHE<Space>Help<Space> User Space>User ID sent to 16222. Example: DPHE Help User ABCDEF & Send to 16222. (II) PIN Number জানা থাকলে DPHE <Space> Help PIN Space - PIN No & Send to 16222. Example: DPHE Help PIN 12345678 & Send to 16222. ৪। প্রার্থীর যোগ্যতা যাচাই: মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক-চা) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১ (এক) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে ঘ) Online এ পুরণকৃত আবেদনপত্রের Applicant's Copy. ক) লিখিত পরীক্ষার প্রবেশপত্র। ) প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদসহ)। ঘ) কোটার দাবীর সমর্থনে প্রার্থীকে বলা কর্তৃক প্রদত্ত সনদ প্রমানপত্র। ৪) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক চ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সम। সদ্য তোলা ১ (এক) কপি রঙিন ছবি (৫ সে.মি. x ৫ সে.মি. সাইজের)। জ) সরকারি, আধা সরকারি ও স্বায়তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। ৫। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dphe.gov.bd) চাকুরি ৬। কোটার ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করা হবে। সংক্রার সেবা বক্সে পাওয়া মাঝে। প্রার্থী কর্তৃক অনলাইন আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য হতে হবে। প্রদত্ত তথ্য অসত্য ও মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ৮। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই বিজ্ঞষ্টি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ৯। অত্র বিজ্ঞপ্তিতে বর্ণিত হয়নি এমন কোন বিষয়ে সিদ্ধান্তের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রচলিত বিধি-বিধান অনুসরণ করা হবে। ১০। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ১১। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। 21/03/22 নির্বাহী প্রকৌশলী GD-6359 (16x4) ৩য় ও ৪র্থ শ্রেণির পদে বাছাই/নির্বাচন ও পদোন্নতি
Organization: Department of Public Health Engineering (DPHE) Position: 1. Security guard. 2. Office assistant. 3. Mechanic. 4. Clerk cum typist. Grade: 17-18-20. Category: Government jobs. Educational Qualification: SSC / HSC / Bachelor / Computer Operating Skills. Salary: 6250 to 22490. Number of posts: 329 Age: 18 to 30 years. Application start: 26 March 2022 English. Application deadline: 26 April 2022 English. Application fee: 50/100 tk. Means of application: Online.
Good
ReplyDelete